যশোরে অসুস্থ হয়ে ৩৫ শিক্ষার্থী হাসপাতালে
যশোরের শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়। বুধবার সকাল দশটা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে স্কুলেই অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষার্থীরা। যশোরে অসুস্থ হয়ে ৩৫ শিক্ষার্থী হাসপাতালে অভিযোগ করা হচ্ছে, কৃমিনাশক ঔষধ সেবন করায় তারা অসুস্থ হয়ে পড়েছে। তবে চিকিৎসকরা বলছেন, কৃমিনাশকের প্রভাবে তারা অসুস্থ হয়নি, ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে শিক্ষার্থীরা। অসুস্থদের মধ্যে দশজনকে যশোর জেনারেল হাসপাতালে, ছয়জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাদবাকিদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হচ্ছে ওই স্কুলের অষ্টম শ্রেণির তামান্না ইয়াসমিন মিম (১৪), হালিমা (১৪), রাসেল (১৪), তাবাসসুম হাবিব ঋতু (১৪), রিমা (১৪), ষষ্ঠ শ্রেণির আলিফা ইয়াসমিন (১২), জান্নাতুল (১৩), শাহরিয়া ইয়াসমিন নিশি (১২), সপ্তম শ্রেণির মুন্নি (১৪) ও দশম শ্রেণির স্মৃতি (১৫)। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবক শামসুন্নাহার, সালেহা বেগম, আব